গত বৃহ্স্পতিবার রাতভর বিদ্যুৎ বিহীন ছিল গোটা সরাইল। এমনিতে জৈষ্ঠ্য মাসের ভ্যাপসা গরমে অতিষ্ঠ ছিল জনজীবন। তারপর লাগাতার দীর্ঘ সময় বিদ্যুৎহীনতা চরম দূর্ভোগ পোহায় স্থানীয় গ্রাহকরা। সরাইল বিদ্যুতের এ অবস্থা নতুন কিছু নয়। বৃষ্টির ফোঁটা, আকাশ কাল ও হালকা বাতাসে ভেসে লাপাত্তা হয়ে যাওয়া সরাইল বিদ্যুতের পুরাতন স্বভাব। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরই গাঁছাড়া ভাব। বিলের বেলায় ষোল আনা। আর সংযোগে অতিরিক্ত টাকা কামাইয়ের প্রতিযোগিতায় কোন ক্রুটি নেই। ভুক্তভোগি গ্রাহকরা জানায়, সমগ্র দেশ যখন ডিজিটালাইজেশনের ছোঁয়ায় দ্রƒত এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে পিছিয়ে যাচ্ছে সরাইল পিডিবি’র সেবা। নিয়মিত বিল পরিশোধ করেও স্বস্থ্যি পাচ্ছে না এখানকার গ্রাহকরা। অফিসের চাকচিক্য আকাশচুম্বি হলেও সেবার মান নিম্নমূখী। বিনা কারণে তারাবীর নামাজ, সেহরি ও ইফতারের সময় বিদ্যুৎ চলে যাওয়া এখানকার পুরাতন অভ্যাস। হালকা বাতাস আর বৃষ্টির ফোঁটা এখানের বিদ্যুতের জম। করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনের কারণে বিদ্যুতের ব্যবহার কমে গেছে অনেক। তারপরও সরাইলে বিদ্যুতের এমন তেলেসমতি কেন? এ বিষয়ে আলোচনা ওঠেছে সরাইল উপজেলার গত রোববারের মাসিক আইনশৃংখলা সভায়। গত বৃহস্পতিবার দিনভর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ঝড় তুফান তো নয়ই সরাইলের কোথাও বাতাস বইছে এমনটিও নয়। তারপরও রাত ১১টার দিকে হঠাৎ করে চলে যায় বিদ্যুৎ। রাতভর আর আসেনি। ভ্যাঁসপা গরমে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। রোগিদের সীমাহীন কষ্ট। আর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রীজে থাকা মাছ মাংস থেকে শুরূ করে সকল কাঁচা মালামাল পঁচে যায়। কারণ জানতে ফোন করলেও পাওয়া যায়নি পিডিবির কাউকে। আর রিসিভ করলেও কমন উক্তি বড় স্যারকে ফোন দেন।
সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) নওয়াজ আহমেদ খান বলেন, বৃহস্পতিবার রাতে কুট্রাপাড়া সাবষ্টেশনের প্যানেল বোর্ডের ব্রেকার পুঁড়ে গিয়েছিল। রাত ৩টা পর্যন্ত কাজ করতে হয়েছিল। এখানকার লাইনে দীর্ঘদিন ধরে কোন কাজ হয়নি। মান্ধাতার আমলের ঝরাজীর্ণ খোলা ক্যাবলের লাইন। তাই সামান্য বৃষ্টি ও বাতাসে সমস্যা হয়। আন্ডার গ্রাউন্ড লাইন হলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। প্রজেক্ট আসছে। কাজ হবে।