পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। গত কয়েকদিন যাবৎ তারা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ সকালে করিম মৃধা কলেজের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক হাফেজ মতিয়ার রহমান কে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এছাড়াও একই উপসর্গ নিয়ে মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া গ্রামের বাড়ীতে ঢাকা ফেরত এক গাড়ী চালকের মৃত্যু হয়েছে। মৃতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং কোভিড প্রোটোকল অনুযায়ী তাদের দাফনের নির্দেশ দেয়া হয়েছে।