শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কারক জিংক সমৃদ্ধ ব্রি ধান ৮৪ সরকার ঘোষিত নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয় শুরু করেছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)। হারভেষ্টপ্লাস বাংলাদেশের সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) “ডেলিভারী অব হাই জিংক রাইস ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় বোর মৌসুমে ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার কৃষকদেরকে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৮৪ উৎপাদনে উদ্ধুদ্ভ করেছে। কৃষকদের বীজ বিক্রেতাদের নিকট থেকে জিংক ধানের বীজ পৌছে দিয়েছে। কৃষক যাতে এই ধান উৎপাদন করে লাভবান হয় এবং বাজারে জিংক ধানের চালকে “জিংক চাল” নামে আলাদা ভাবে বিক্রিকরার এসডিসির অঙ্গ সংগঠণ “এসডিসি এগ্রো লি.” কৃষকদের নিকট থেকে সরকারি নির্ধারিত মূল্যে ফরিদপুর জেলার গেরদা ইউনিয়ন থেকে ব্রি ধান ৮৪ ক্রয় শুরু করেছে। কৃষকদের নিকট থেকে ক্রয়কৃত ধান থেকে চাল তৈরি করে দ্রুত বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন এসডিসির কর্মকর্তা বিপ্লব মহলদার। তিনি আরো বলেন, এই চাল জিংক ও আয়রন সমৃদ্ধ যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ও শিশুদের শরীরিক ও মানসিক বিকাশে বিশেষ ভূমিকা পালন করে।