জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় একই দিনে সর্বোচ্চ ১০ জন ব্যাক্তির করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। করোনা সনাক্তরা সবাই ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে নিজ বাড়িতে ফিরে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে ছিলেন। আক্রান্ত ব্যাক্তিরা হলেন, উপজেলার সীমান্ত ঘেষাঁ বাগজানা ইউনিয়নের ত্রিপুরা গ্রামের স্বামী-স্ত্রী সহ তাদের ১২ বছরের সন্তান, রামচন্দ্রপুরের ৬৯ বছরের বৃদ্ধ ও ভীমপুরের ২৩ বছরের আদিবাসী যুবক। আটাপুর ইউপির চাঁদপুরের আদিবাসী স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যা সন্তান, বিরঞ্জনের ৮০ বছরের বৃদ্ধ এবং বালিঘাটা ইউপির ছোট মাধখুর গ্রামের ৫০ বছরের এক নারী।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সহিদ হোসেন জানান, আক্রান্তরা ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে আসা এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকা সবাই হোম কোয়ারেন্টিনে ছিল এবং তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবেরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে ২০৭ জনের নমুনা পাঠানো হয়েছিল। গতকাল বুধবার সন্ধ্যায় জেলায় মোট ১৬ জনের মধ্যে পাঁচবিবিতে ১০ জনের পজিটিভ রিপোট আসে। আজ বৃহস্পতিবার করোনা আক্রান্ত এ ১০ জনকে স্বাস্থ্য বিভাগের কর্মিরা থানা পুলিশের সহায়তায় আক্কেলপুরের গোপীনাথপুর অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে স্থাপিত (সেফ অতিথিশালা) পাঠানো হয়। উপজেলায় এ পর্যন্ত মোট ৩৯ জনের করোনা সনাক্ত হয় বলেও জানায় স্বাস্থ্য বিভাগ।