নীলফামারীর কিশোরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে লিমন মিয়া নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর গ্রামের চাড়ালকাটা নদীতে। সে ওই গ্রামের সেনা সদস্য বাবুল মিয়ার একমাত্র ছেলে ও ঢাকা তেজগাঁও কলেজের ছাত্র। এলাকাবাসি জানায়, বাড়ির পাশের বন্ধুসহ লিমন চারালকাটা নদীর সাইফোন সংলগ্ন স্থানে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে কিনারে নামলেও ¯্রােতের টানে গভীর পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন নদীতে তার অনুসন্ধান চালায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটানস্থলে গিয়ে নদীতে নামার আগেই লাশ ভেসে উঠে। নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই তার লাশ দাফন সম্পন্ন হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।