খুলনার রুপসা ব্রিজের পূর্বপাড় এলাকার কাজী ফিলিং স্টেশনের সন্মুখে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী গ্রীন লাইন পরিবহন রুপসা ব্রিজের পূর্বপাড়ে কাজি ফিলিং স্টেশনের সন্মুখে এলে এক মোটরসাইকেল আরোহীর বিপরীত দিক থেকে এসে পাম্পের দিকে ঢুকতে যায়। এসময় পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পার্শ্ববর্তী লোকজন ও কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে। নিহত ব্যাক্তি রূপসা উপজেলার তিলক গ্রামের শিক্ষক মান্নানের পুত্র নূর হোসেন ফয়সাল (২৭) বলে জানা গেছে। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এবং কর্তব্যরত অফিসার মোঃ শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক গ্রীন লাইন পরিবহনটি এবং দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্ত ও মামলার জন্য প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।