ভোলার মনপুরার এক স্কুল ছাত্র বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়।
নিহত স্কুল ছাত্র হলেন, বাংলা বাজার ছমেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র জনি রাফসান। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল হাই সিকদারের ছেলে।
গত মঙ্গলবার বজ্রপাতে ফুফুর বাড়িতে মৃত্যু হলে বুধবার মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারে জানাযা শেষে ওই স্কুল ছাত্রের দাফন হয়।
বজ্রপাতে নিহত হওয়ায় বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ওই স্কুল ছাত্রের পিতার হাতে জেলা প্রশাসনের অনুদানের ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু।