বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) শ্রীমঙ্গল শাখা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে।
আজ দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলামের হাতে তার অফিসকক্ষে এই অনুদানের চেক তুলে দেন বিএমএ শ্রীমঙ্গল শাখার নেতৃবৃন্দরা।
এ সময় উপস্হিত ছিলেন বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি ও স্বাস্হ্য বিভাগের সাবেক সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হরিপদ রায়, সাধারণ সম্পাদক ডাক্তার প্রদীপ লাল বনিক, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী, বিএমএ'র সদস্য ডাক্তার রঞ্জন রায়, বিএমএ'র সদস্য ও শ্রীমঙ্গল শিশু পরিবারের মেডিকেল রিটেইনার ডাক্তার নাজেম আল কোরেশী রাফাত।