নীলফামারীর ডিমলায় কৃষকদের নিকট সরকারী ভাবে বোরো ধান সংগ্রহ’র উদ্বোধন করা হয়েছে।
বৃহঃবার উপজেলার ২২শ ১৩ জন কৃষি কার্ড ধারী কৃষকের নিকট হতে চলতি বোরো ধান সংগ্রহ অভিযানে প্রতিমন ধান ১ হাজার ৪০ টাকা দরে ২২শ ১৩মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। সংগ্রহ অভিযান চলবে ৩১ আগষ্ট ২০২০ পয্যন্ত।
ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জগদিশ চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা হিমাংশু কুমার রায়, খাদ্য পরিদর্শক তফিউজ্জামান জুয়েল, ডিমলা প্রেক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।