শ্রীমঙ্গলে নতুন করে আরো ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শ্রীমঙ্গলে মোট করোনা রোগী সনাক্ত হলো ৩২ জন। এরমধ্যে ৪ জন সুস্হ হয়েছেন এবং ২ জন মৃত্যুবরন করেছেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত ৩০ মে পরিক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাব-এ পাঠানো হয়েছিল। আজ সন্ধ্যায় তাদের পজিটিভ রিপোর্ট শ্রীমঙ্গল স্বাস্হ্য কমপ্লেক্সে এসে পৌছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম জানান, শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড মো. মাহমুদুর রহমান মামুন, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী পুলিশ ফোর্স নিয়ে আক্রান্তদের বাড়িতে রওয়ানা হয়ে গেছেন। তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হবে এবং একই সময়ে আক্রান্ত ২ জনের বাড়ি লকডাউন করা হবে।
আক্রান্তদের একজনের বাড়ি কালীঘাট রোড এলাকায় ও আরেকজন উপজেলার লাহারপুর গ্রামে।