মুন্সীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে একজনের করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলো। বাকী দুইজনের করোনা উপসর্গ ছিল কিন্তু করোনায় পাঠানো সোয়াবের রিপোর্ট এখন পর্যন্ত আসেনি। বুধবার সকাল সাড়ে ৭টায় ১জন এবং বাকী দুইজন মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মৃত্যু বরণ করেন।
মৃতু ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের বাসিন্দা জহিরুল ইসলাম (৪৫), টংগীবাড়ি উপজেলার পাইকপাড়ার সিরাজুল ইসলাম (৪০) মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুরের মাসুদ হাসান (৫৫) । মাসুদ হাসান মুন্সীগঞ্জ লঞ্জঘাট টোল আদায়ের কাজ করতেন। ইদ্রাকপুর জিওর মন্দিরের কাছে বসবাসকারী মাসুদ হাসানের গ্রামের বাড়ি সদরের হোগলা কান্দী গ্রামে। উল্লেখ্য তার স্ত্রীও কারোনায় আক্রান্ত বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, তিনজনের লাশই সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছে। ডব্লিউএইচওএর নির্দেশনা মোতাবেক লাশের দাফন করা হবে। মুন্সীগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের কর্তব্যরত লাশ দাফন কাফনে ব্যক্তিরাই যার যার পারিবারিক কবরস্থানে দাফন করবেন।