নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে শহর এলাকার বাসাইল গ্রামের নূরে আলম খন্দকার (৩৮) মৃত্যুবরণ করেছে। গত মঙ্গলবার বিকেলে জ্বর সর্দি ও প্রচন্ড গলা ব্যথা নিয়ে তাকে নরসিংদী জেলা হাসপাতালের করোনা ইউনিটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। জেলা হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কিন্তু সেখানেও তাকে ভর্তি না করায় তিনি পূনরায় নরসিংদী জেলা হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হন। গতকাল বুধবার তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালেই মৃত্যুবরণ করেন। এদিকে তার আত্মীয়-স্বজনরা লাশ না নেওয়ায় জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম দাফন কার্য্য সম্পন্ন করে। নূরে আলম খন্দকার শহরের বাসাইল গ্রামের আব্দুর রহমান খন্দকারের ছেলে বলে জানা গেছে।