আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সরকারি ত্রাণ বিতরণ করা হয়।
নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণরোধে ইউনিয়নের গৃহবন্দী, কর্মক্ষম, হতদরিদ্র পরিবারকে সহায়তা দানের জন্য সরকারি ভাবে ত্রাণ বরাদ্দ প্রদান করা হয়। ইউনিয়নের ১৪০ পরিবারের মাঝে পরিবার পিছু ২০০ টাকা ত্রাণ বিতরণ করা হয় এবং ২৫ পরিবারকে শিশুখাদ্য/দুধ ক্রয়ের নিমিত্ত পরিবার পিছু ১০০ টাকা হারে সহায়তা প্রদান করা হয়। ত্রাণ বিতরণ পরিচালনা করেন, ট্যাগ কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ করিমুল হক, ইউপি চেয়ারম্যান আবদুল আলীম মোল্যা, ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন, জি এম আবদুর রশিদ, ইউপি সচিব আবদুল জলিল প্রমুখ।