ভৈরব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ কর্মী, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোরে রাজধানী গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মোঃ গিয়াস উদ্দিন ডায়াবেটিস, হৃদরোগ ও রক্তচাপ জনিত সমস্যা নিয়ে গত এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩বছর। মোঃ গিয়াস উদ্দিন উপজেলার শম্ভপুর গ্রামের মৃত আফসার উদ্দিন এর ছেলে।
এদিকে ভৈরব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিসিবি ও এসিসি সভাপতি ভৈরব-কুলিয়ারচর নির্বাচনী এলাকার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান এর পুত্র আলহাজ্ব নাজমুল হাসান পাপন। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন সাংসদ নাজমুল হাসান পাপন। পাশাপাশি গিয়াস উদ্দিনের মৃত্যুতে ভৈরব উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের জেষ্ঠনেতৃবৃন্দ ও আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
মোঃ গিয়াস উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, ১মেয়ে ও ৩ ছেলেসহ অগণিত শোভাকাঙ্খি রেখে গেছেন।
বাদ আছর ভৈরব শম্ভুপুর ঈদগায় মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
জীবনদশায় মোঃ গিয়াস উদ্দিন ১৯৯৭ থেকে ২০০৮সাল পর্যন্ত টানা ১১বছর ভৈরব উপজেলার বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ ও ২০০১সালে ভৈরব-কুলিয়ারচর (কিশোরগঞ্জ -৬) আসন থেকে বিএনপি প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।