গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে করোনায় মৃত মনিরা বেগমের বাড়িসহ দুই ওয়ার্ডের ১শটি বাড়ি মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। মনিরা বেগমের স্বামী, তিন মেয়ে শ্বাশুড়িসহ ১০ জনের করোনা সনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. মনিরুল ইসলাম জানান, উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নং য়ার্ডের কলাগাছিয়া গ্রামের মো. শফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী মনিরা বেগম দীর্ঘদিন ধরে কিডনীসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। গত গত ২৭ মে কিডনীর সমস্যা নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ ওয়ার্ডে (মহিলা) ভর্তি হন। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সন্দেহ হলে মনিরা বেগমের কভিড-১৯ এর নমুনা সংগ্রহ করেন। কিন্তু ৩০ তারিখ সে মারা যয় এবং মৃত্যুর পর দিন ৩১ মে তার কভিড-১৯ সনাক্ত হয়। করোনা সনাক্তের আগেই ৩০ মে মারা গেলে তাকে গলাচিপার কলাগাছিয়া গ্রামের বাড়ি দাফন করা হয়। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তা ১জুন রোববার মৃৃত মনিরার রিপোর্ট পাওয়ার পর ২ নম্বর ওয়ার্ডে মনিরার স্বামীর বাড়ি এবং তার পাশের ১ নম্বর ওয়ার্ডের তার বাবার বাড়িসহ দুই ওয়ার্ডের মোট ১০০ বাড়ি লকডাউন ঘোষণা করে। মঙ্গলবার মনিরা বেগমের স্বামী শফিকুল, তিন মেয়ে, শ্বাশুড়িসহ মোট ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত এ পরিবারগুলো লকডাউনের আওতায় থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম বলেন, কলাগাছিয়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের ১০০ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ওই বাড়িরগুলোর কোন ব্যক্তির খাদ্য ও ওষুধ সঙ্কট দেখা দেয় তা প্রশাসন সরবরাহ করবে।