রাণীশংকৈল উপজেলার মধ্যে ভান্ডারা নিবাসী মোস্তফা শামিম(৫২) অদ্য সকাল ১১ঃটার সময় নীজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)জানা যায় যে তিনি রানীশংকৈল দাখিল মাদ্রাসায় সহকারি বাংলা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর এ অকাল মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য অধ্যপক ইয়াশিন আলী, ঠাকুরগাঁ পিটিআই সুপার সাদিয়া আফ্রিন বিজলী, সহ সুপার হায়দার আলী, সহকারি ইনস্ট্রাক্টর বৃন্দ জনাব, জয়নুল আবেদীন, সাইদুল হক, রবিউল ইসলাম, আমানত হোসেন, ফরিদা ইয়াছমিন,মেহনাজ পারভীন, সাজেদা আখতার, হুমায়ন কবির, শামীম ইমতিয়াজ চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোকছুদুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মনজুর আলম, অত্র মাদ্রাসা সুপার আজিমউদ্দীন, সহকর্মী আবদুর রাজ্জাক,৭নং ওর্য়াড কমিশনার রুহুল আমিন, এছাড়াও উপজেলার সকল স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক সহ সর্বস্তরের জনগণ গভীর ভাবে শোক প্রকাশ করেন। ৫ঃ৩০মিনিটে দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে পাঁচপীর গোরস্থানে তার লাশ সমাধিত করা হয়।