করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে নগরীর পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে জীবাণু ধ্বংস ও হাত-মূখ ভাইরাস মুক্ত করতে রংপুর মহানগরীর ৭শ’৮৬টি মসজিদ এবং ৩৩টি ওয়ার্ডে প্রায় ২২ হাজার পিচ সাবান বিতরণ করেছেন রংপুর সিটি কর্পোরেশন।
মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ নাঈমুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ইউএনডিপি’র সহযোগিতায় রংপুর মহানগরীর ৭শ’৮৬টি মসজিদে ২০পিচ প্রায় ১৫ হাজার ৭২০ পিচ এবং নগরীর প্রতিটি ওয়ার্ডের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য কাউন্সিলরদের মাধ্যমে ওয়ার্ড প্রতি ১শ’৭০পিচ করে ৩৩টি ওয়ার্ডে প্রায় ৫ হাজার ৪শ’৮০ পিচ সাবান বিতরণ করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা পর্যাক্রমে মহানগরীর ৭শ’৮৬টি মসজিদে ১৫ হাজার ৭২০ পিচ সাবান বিতরন করেন এবং ৩৩টি ওয়ার্ডের ৪৪জন কাউন্সিলর প্রায় ৫ হাজার ৪শ’৮০ পিচ সাবান হস্তান্তর করেন।