নীলফামারীতে আরো ১৭ জনের শরীরে নতুন করে করোনা পজেটিভ দেখা দিয়েছে। ওই ১৭ জনসহ জেলায় মোট করোনায় আক্রান্ত হলো ১৪৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১ নারীসহ ৩ জন। জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন ২ জুন এটি নিশ্চিত করেন। তবে সৈয়দপুরে করোনার উপসর্গ নিয়ে বেশ কয়েকজন মারা গেলেও তাদের নমুনা সংগ্রহ ছাড়াই দাফন হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে নমুনা সংগ্রহ করা হয় ৯৩ জনের। ওই নমুনা পরীক্ষার জন্য গত ২৮ মে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১ জুন সন্ধ্যায় ১৭ জনের পজেটিভ আসে। এদেও মধ্যে জলঢাকা উপজেলায় ৭ জন, সৈয়দপুরে ৫, ডোমারে ৪, কিশোরগঞ্জে ১ জন।
এ পর্যন্ত জেলার ৬ উপজেলায় পজেটিভ রোগী ১৪৭ জনের মধ্যে জেলা সদরে ৫৩, ডোমারে ২৩, ডিমলায় ১৭, জলঢাকায় ২০, কিশোরগঞ্জে ১১, সৈয়দপুরে ২৩ জন। পজেটিভ রোগির মধ্যে ডোমার ও জলঢাকা উপজেলা থেকে ২ জন পলাতক। সুস্থ্য হয়ে বাসায় গেছেন ৫১ জন।