জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ মিয়ার নির্দ্দেশে গত ১ জুন মঙ্গলবার র্যাব এর একটি আভিযানিক দল জেলার দেওয়ানগঞ্জ মডেল থানাধীন ডাংধরা (গারোহাড়ী) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সয়ম জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানাধীন ডাংধরা (গারোহাড়ী) গ্রামের পাঁকা রাস্তায় অভিযান চালিয়ে উপজেলার জোয়ানেরচর (সরকারপাড়া) এলাকার বাসিন্দা মোঃ আমির হামজার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ হযরত আলী (২৫)কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১,৪৬০ (এক হাজার চার শত ষাট) পিছ ইয়াবা উদ্ধার র্যাব-১৪। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪,৩৮,০০০/- (চারলক্ষ আটত্রিশ হাজার) টাকা।
র্যাব- ১৪ সিপিসি-১ গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
জামালপুর-১৪,সিপিসি-১ এর পক্ষ থেকে একটি প্রেস রিলিজ মাধ্যমে জানিয়েছেন, এ বিষয়ে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।