মেহেরপুরের মুজিবনগরে ৫২ জনের কাছ থেকে ১৩হাজার ২শ'টাকা (অর্থদণ্ড) জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মুখে মাক্স না থাকায় সোমবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ওসমান গণি।
মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ ওসমান গণি বলেন, উপজেলার কেদারগঞ্জ দারিয়াপুর মোনাখালী বিশ্বনাথপুর গোপালপুর ও গলা কাটার মোড় এলাকায় মুখে মাক্স ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫২ জনের কাছ থেকে ১৩ হাজার ২শ' টাকা জরিমানা (অর্থদণ্ড) আদায় করা হয়। এ সময় বেশ কয়েকজনকে মৌখিকভাবে সতর্ক করা হয়।
তিনি জানান,সচেতন ও তার অংশ হিসাবে আজ মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।সরকারি নির্দেশনা বাস্তবায়নে যেকোনো পদক্ষেপ নেয়া হবে। তাই সকলকে মাক্স ব্যবহার করতে আহ্বান জানান।