রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এমপি সাদ এরশাদের বরাদ্দকৃত ২৮টি নলকুপ বিতরণ করা হয়। সোমবার (০১ জুন) বিকালে অগ্রাধিকার মুলক গ্রামিন পানি সরবরাহ প্রকল্পর আওতায় মমিনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড মহেসপুর, খাড়–য়া বাধা, কুর্শা বলরামপুর, চানকুটি, মটুবপুর, আরাজী, বানিয়াটারী, মাস্টারপাড়া, মোক্তার পাড়ায় অসহায় ২৮ টি পরিবারের মাঝে বিতরণ করেন মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।