পাটকেলঘাটার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত খলিষখালী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার ফলাফলে ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। ২০২০ সালে এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি হতে ৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে ৫৭ জন পাশ করেছে। যার মধ্যে ১১ জন শিক্ষার্থী এ প্লাস পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর সবুর বলেন আমার স্কুলের শিক্ষকরা খুবই আন্তরিক সকলের সহযোগিতায় প্রতিবছর ফলাফলের নিদর্শন রেখে চলেছে বিদ্যালয়টি। এ বছর বিদ্যালয়টি নবম দশম শ্রেনি পর্যন্ত শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত হওয়ায় সরকার প্রধান সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ভবিষ্যতে সাফল্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।