সৈয়দপুরে মিথ্যে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সৈয়দপুর হাতিখানা এলাকার আনোয়ারুল ইসলাম নামে এক ব্যক্তি। এ সময় তিনি বলেন, ৩ বছর পুর্বে তিনি পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকায় ওমর ফারুকের কন্যা জোবেদা সুলতানা শামা শরিফাকে পারিবারিক মতামতের ভিত্তিতে বিয়ে করেন। বিয়ের পর গত বছরের ৬ অক্টোবর শ্বশুর মারা যান। রেখে যান স্ত্রী, ছেলে লতিফুর রহমান রিয়াদ ও রিয়েল, মেয়ে জোবেদা। এর মধ্যে বড় ছেলে লতিফুর ছিল পূর্ব থেকে মাদকসেবি। শ্বশুর মারা যাওয়ার পর আমার মাদকাশক্ত শ্যালককে ফুসলিয়ে হাত করে পাশের সাহেব পাড়ার আমিনুল ইসলাম নামে এক লোক। প্রায়ই সময় ওই লোক তাকে তার বাড়িতে নিয়ে যেত। হঠাৎ ওই লোক আমার শ্যালককে লুকিয়ে রেখে তার মেয়ে আফরিনা খাতুনের সাথে বিয়ে হয়েছে জামাই দাবি করে পার্বতীপুর মডেল থানায় গত ৮ মে আমাদের বিরুদ্ধে গুমের মামলা দায়ের করেন। ওই মামলায় বিবাদী করা হয় ছেলের দুলাভাই আনোয়ারুল ইসলাম, বোন জোবেদা,মামা আলা উদ্দিন ও মামা বাবুল এবং নানা হাজী লুৎফর রহমানকে। পরবর্তীতে বিষযটি তদন্তে বেড়িয়ে আসে তার দাবি করা জামাই দিনাজপুরে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি আছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয় জামাই দাবি করা মেয়ে আফরিনা ও তার বাবা আমিনুল অসৎ প্রকৃতির মানুষ। মাদকাশক্ত ছেলের জমি গ্রাস করতে তারা মেয়ে বাবা মিলে বিয়ের নাটক সাজায়। সেই সাথে আমাদের মান সম্মান ক্ষুন্ন করতে এ ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমরা তাদের মিথ্যে ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই। সেই সাথে ওই মেয়ে এবং তার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানানো হয়।