জানা যায় ১৯০৩ সালে রাজানগর কৃষ্ণ চন্দ্র পাবলিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা হয়, সে সময়ে হাওরাঞ্চলে একক বিদ্যালয় ছিলো এটি। তখনকার সময় সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাথে ফলাফল করতো বিদ্যালয়টি। দির দিন বিদ্যালয়টি ভালোর দিকে যাওয়ার কথা থাকলেও বর্তমানে এর অবস্থা বিপরিত।
এবারের এসএসসির পরীক্ষার ফলাফল এলাকাবাসীকে হতাশ করেছে। এবারের ফলাফলের শতকরা হার ৬৪.৯৭। এ বিদ্যালয় থেকে ১৭৭ জন শিক্ষার্থী অংশ নিলেও কৃতকার্য হয়েছে মাত্র ১১৫ জন। এর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে মাত্র ১ জন।
জিপিও ফোর পেয়েছে ১৯জন, জিপিএ থ্রি ৭২জন, জিপিএ টু ২৩ জন। ফলাফলের এ অবস্থার জন্য অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটিকে দায়ী করেছেন।
কৃতকার্যদের অভিনন্দন জানিয়েছেন রাজানগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ও সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল ইসলাম