পাবনার চাটমোহরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার রেলবাজারস্থ খাদ্য খাদ্য গুদাম চত্বরে সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আ. হামিদ মাস্টার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগ্রহ অনুষ্ঠানে এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম,সাবেক পৌর মেয়র ও চালকল মালিক সমিতির সভাপতি অধ্যাপক আঃ মান্নান,আমিন মোহাম্মদ গ্রুপের পরিচালক ডাঃ এম এ ওহাব খান,হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আঃ মুতালিব,কৃষকলীগের সভাপতি আঃ মান্নান মুন্নাফ,ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।