রংপুরে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন আরও তিনজন। এদের মধ্যে দুই আনসার সদস্য ও রমেক হাসপাতালের একজন রয়েছেন।
রোববার (৩১ মে) দুপুরে রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ওই তিনজনকে ছাড়পত্রসহ ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়।
এনিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায় ক ডা. এস.এম নূরুন নবী এসব তথ্য নিশ্চিত করেন।
করোনামুক্তদের হাসপাতালের তত্ত্বাবধায় কসহ চিকিৎসকরা ফুল ও চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি করতালি দিয়ে বিদায় জানান।
ছাড়পত্রপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, আনসার সদস্য গোলাম রব্বানী (৩৮) ও সাইফুল ইসলাম(২৫) এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে কর্মরত শ্রী সুভাষ চন্দ্র রায় (৩৬)।
এদিকে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় বর্তমানে (৩০ মে পর্যন্ত) করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪২০ জন। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৫২ জন। মারা গেছেন ৮ জন।