শ্রীমঙ্গল উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ২০৫ জন শিক্ষার্থী।
শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৯৫৮জন। এর মাঝে কৃতকার্য হয়েছে ৩ হাজার ১৪৫ জন। অকৃতকার্য হয়েছে ৮১৩ জন। পাশের হার শতকরা ৭৯ দশমিক ৪৬ শতাংশ।
এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার ২৬টি বিদ্যালয়ের মাঝে ১৯ টি বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৭টি জিপিএ-৫ পেয়েছে দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ থেকে। ৩৩টি জিপিএ-৫ পেয়েছে শ্রীমঙ্গল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ৩১টি জিপিএ-৫ পেয়েছে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, ২১টি জিপিএ-৫ পেয়েছে বিটিআরআই উচ্চ বিদ্যালয় এবং ১৪টি করে জিপিএ-৫ পেয়েছে ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় এবং ভৈরবগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়।