লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একজন স্বাস্থ্যকর্মী ও হাতীবান্ধা উপজেলায় কর্মরত দুই পুলিশ সদস্যসহ জেলায় নতুন করে ৯জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
রবিবার (৩১ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) ডাঃ নির্মলেন্দু রায়।
নতুন সনাক্তদের মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ১জন, কালীগঞ্জ উপজেলায় স্বাস্থ্যকর্মীসহ ৪জন, হাতীবান্ধা উপজেলায় দুই পুলিশ সদস্যসহ ৩জন ও পাটগ্রাম উপজেলায় ১ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) ডাঃ নির্মলেন্দু রায় জানান, রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও ঢাকা শেরেবাংলা নগর ল্যাবে লালমনিরহাট জেলার ১২৮জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৯জনের শরীরে করোনা সনাক্ত হয়।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত লালমনিরহাট জেলা থেকে ৮৯২টি নমুনা সংগ্রহ করে প্রেরন করা হয়েছে। তারমধ্যে ৭৯২টি নমুনার ফলাফল পাওয়া গেছে।
উল্লেখ্য, লালমনিরহাটে নতুন ৯জন সহ মোট ৪৪ জন করোনা সনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো। তবে এদের মধ্যে ১৮জনই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।