মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান আনিছ এর বাড়ীতে দূর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২ টার দিকে মুন্সীগঞ্জ শহরের মধ্য কোর্টগাও এলাকায় আনিছ উজ্জামানের নিজ বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে অনুমান ৫০ লক্ষাধিক টাকা মূল্যেমানের ১শত ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫ লাখ টাকা নগদ মালামাল লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিস-উজ-জামান আনিস জানান, তার দুই ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতেই ছিলেন। ২য়তলার গ্রিলবিহীন একটি জানালা দিয়ে প্রবেশ করে ডাকাতরা প্রথমে বড় ছেলের ঘরে পরে ছোট ছেলের ঘরে লুটপাট চালায়। সবশেষে আমার ঘরে প্রবেশ করে আমাকেও বেঁধে ফেলে চাবি নিয়ে লুটপাট চালায়। পরে ভোর ৪টার দিকে ডাকাতরা নগদ ৫ লাখ টাকা ও ১শ’ ৫ ভরি স্বর্ণ নিয়ে গোপন দরজা দিয়েই পালিয়ে যায়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম, সদর সার্কেল আশফাকুজ্জামান, সদর থানার ইন্সপেক্টর তদন্ত সালাউদ্দিন গাজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো থানায় লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনায় কারা জড়িত তা বের করার চেষ্টা চালাচ্ছে।