নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ। রোববার উপজেলার তাঁজপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম তাঁজপুর গ্রামের মেছের মোড়লের ছেলে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জহরুল ইসলাম জানিয়েছেন।
পুলিশ জানায় এলাকাবাসীর খবরের ভিত্তিতে রোববার সকালে তাঁজপুর মাঠ থেকে নজরুলের লাশ উদ্ধার করেছে। ইউপি চেয়ারম্যান জহরুল ইসলাম জানিয়েছে লাশের মাথা এবং মাথার পিছনের অংশে কোদালের আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে জমি-জমার বিরোধে শনিবার সন্ধার দিকে তাকে খুন করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আসাদুল ইসলাম, মেহেদী হাসান এবং জব্বার হোসেন নামের তিনজনকে আটক করা হয়েছে।
থানা ওসি রফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার সোয়েব হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।