নমূনা সংগ্রহের ৫দিনেও করোনায় আক্রান্ত একজন সিনিঃ স্টাফ নার্স পুনঃ পরীক্ষা রিপোর্ট পাননি। আজ ১৪দিন লকডাউনে ঘরে বন্ধি থাকলেও গুরুত্ব দিচ্ছেন না স্বাস্থ্য দপ্তরের কর্তারা। স্বাস্থ্য অধিদপ্তরের উদাসীনতার কারণে এলাকা ও সুধীমহলে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সিনিঃ স্টাফ নার্সের বাড়ি ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামে। পদন্নোতি নিয়ে ১৩ মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। এর আগে তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। যোগদানের পর ১৬ মে তার নমুনা সংগ্রহ করে ১৮ মে করোনা পজেটিভ ধরা পড়ে। ঐদিন রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ বেগম তার বাড়ি লকডাউন করেন এবং যাবতীয় নিয়ম মেনে চলার পরামর্শ দেন।
গত ২৭ মে ঐ রোগীর পুনরায় নমূনা সংগ্রহ করলেও এ সংবাদ লেখা পর্যন্ত পরীক্ষা রিপোর্ট প্রদান করেননি।
সিনিঃ স্টাফ নার্স ঐ রোগী বলেন; এ পর্যন্ত করোনার কোন লক্ষণ তার শরীরে দেখা যায়নি এবং সংস্পর্শে থাকা আর কারো শরীরে করোনার লক্ষণ দেখা যায়নি। ১৪দিন ধরে বন্ধি অবস্থায় আছি। ২য় বার নমূনা নিয়ে গেছে কিন্তু পরীক্ষা রিপোর্ট এখও পেলাম না। দারুণ হতাশার মধ্যে রয়েছি।
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য সহকারি সুফিয়ান রুস্তম বলেন; রিপোর্ট আনার চেষ্টা করছি। লোক পাঠাচ্ছি কিন্তু চাপের কারণে পারছিনা। রিপোর্ট হাতে পেলেই আমরা পৌঁছে দেব।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারের ফোকাল পারসোন শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন; রিপোর্টটা সিভিল সার্জন অফিস থেকে দিবে। তবে ধরে নেন ঐ রোগীর রিপোর্ট নেগেটিভ আসছে।
উল্লেখ্য ডুমুরিয়া উপজেলায় তিনি প্রথম করোনা রোগী হিসেবে সনাক্ত হন।