আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভদ্রাকাটিতে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সম্ভার নিয়ে সেখানে বিতরণ করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) শাহিনা সুলতানা সেখানে ২৫৯ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় ট্যাগ অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সুভদ্রাকাটি গ্রামে শতভাগ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন নিশ্চিত করা হয়েছে বলে সহকারী কমিশনার (ভূমি) শাহিনা সুলতানা জানান।