কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবালের নির্দেশে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়ার ৩৯ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মনির। শনিবার বিকাল সাড়ে তিনটায় সরারচর শেখ মজিবুর রহমান ইকবালের বাসভবনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সহ সভাপতি মস্তুফা আমিনুল হক, মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি আবুল ফজল হোসেন, ইফতেখার হায়দার ইফতি, তৌফিকুর রহমান শাহিনসহ যুবদল, ছাত্রদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহিদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।