এই নিয়ে ৩য় বারের মত ভৈরব নদের কাজ বন্ধ হলো। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে প্রচন্ড বৃষ্টিতে ভৈরব নদের যশোর শহর অংশে পানি জমে থাকায় বন্ধ হয়ে গেল খনন কাজ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, চলতি বছরে আর খনন কাজ করা যাবে না। ২০২১ সালে নতুন করে টেন্ডার করে খনন কাজ শুরু করতে হবে। তবে, এর মধ্যে পরিবেশ সৃষ্টি হয় তাহলে ভৈরব নদের কিছু অংশ খনন করে কাজ এগিয়ে রাখা হবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, যশোর শহর অংশের ভৈরব নদ খননের জন্যে ২০১৯ সালের ৬ আগস্ট টেন্ডার পাশ করে কাজ শুরু করা হয়। ২০২০ সালের ২০ জুন এ কাজ শেষ করার জন্য সময় বেঁধে দেয়া হয়। এ সময়ের মধ্যে শহরের কাঠের পুল থেকে যশোর সদর উপজেলার বিরামপুর পর্যন্ত চার কিলোমিটার দৈর্ঘ্য ও ৪৫ মিটার প্রস্থ খনন কাজ শেষ করতে হবে। কিন্তু করোনা ভাইরাসের কারণে মার্চের শেষে কাজ বন্ধ করে দেয়া হয়।
এক মাস খনন কাজ বন্ধ রাখার পর রোজার মাসে ফের খনন কাজ শুরু করা হয়। এরইমধ্যে ২১ মে ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে বৃষ্টি হওয়ায় ভৈরব নদের শহর অংশে পানি জমে যাওয়ায় আবারো খনন কাজ বন্ধ করা হয়েছে। এরপর খনন কাজ আর শুরু করা হয়নি। তবে আগামী ২০ জুন কাজের মেয়াদ শেষ হলেও খনন কাজ আর শুরু করা যাবে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, আম্পান ঝড় ও অনেক বৃষ্টি হওয়ায় ভৈরব নদের শহর অংশে যে পরিমান পানি জমেছে সেখানে স্কেভেটর দিয়ে খনন কাজ করা যাবে না। রোদে যদি পানি শুকিয়ে খনন কাজ করার মতো পরিবেশ হয় তাহলে কাজ খনন করে কাজ এগিয়ে রাখা হবে। কিন্তু আগামী ২০ জুনের মধ্যে কোনো রকম কাজ শেষ করা যাবে না। আগামী বছর (২০২১ সাল) নতুন করে টেন্ডার করে কাজ শুরু করতে হবে।