দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের কোটি-কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে পদ্মাসেতুর জন্য।২১ জেলার মানুষ প্রমত্মা পদ্মা পার হতে গিয়ে নানা সময় বিভীষিকাময় অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে নিয়মিত। রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের মানুষ রোদণ্ডবৃষ্টি,ঝড়,বৈরী আবহাওয়া ,কখনো উত্তাল ঢেউ,কখনো ঘন কুয়াশা নানা প্রাকৃতিক দূর্যোগে নিদারুণ কষ্ট করে ফেরী-স্পিড বোট কিংবা লঞ্চে পদ্মা পার হতে হয়।বিপদসঙ্কুল এ যাত্রায় অনেকে সলিল সমাধি হয় পদ্মার অতল গহ্বরে।এছাড়া ঘাটের ইজারাদার-লঞ্চ-স্পিডবোট চালক কর্মচারীদের বেপরোয়া আচরণ মাত্রাতিরিক্ত ভাড়া আদায় অতিষ্ঠ করে তুলেছে দক্ষিন-পশ্চিমাঞ্চলের অসহায় যাত্রীদের। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা-সুদৃঢ় পদক্ষেপে নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতু নির্মান শেষ হলে কেবল দক্ষিন-পশ্চিমাঞ্চলই শুধু নয়-পুরো বাংলাদেশের অর্থনীতিই পাল্টে যাবে বলে ধারনা করছেন স্থানীয় মানুষেরা।পদ্মা সেতু মুন্সীগঞ্জের লৌহজং,শরিয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে। এর ফলে দেশের দক্ষিন-পশ্চিম অংশের সঙ্গে উত্তর-পূর্ব্ব অংশের যোগাযোগ স্থাপিত হবে। দক্ষিন-পশ্চিমাঞ্চলের উৎপাদিত কৃষিপন্য ঢাকায় চলে আসবে।কৃষক ন্যায্য মূল্য প্রাপ্তিতে জীবন মান অনেকটাই বদলে যাবে। মোংলা বন্দর ও বেনাপল স্থল বন্দর সঙ্গে রাজধানী এবং বন্দর নগরী চট্রগ্রাম এর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ার ফলে দেশের অর্থনীতির চাকা এগিয়ে যাবে অনেক দূর। এদিকে পদ্মা সেতুর দুই পারে সিঙ্গাপুর এবং চীনের সাংহাই নগরীর আদলে শহর গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।এছাড়া নদীর দুইতীরকে কেন্দ্র করে আধুনিক স্যাটেলাইট সিটি গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিদগ্ধজনরা। পদ্মা সেতু কৃষি-শিল্প-শিক্ষা-বাণিজ্য প্রতিটি ক্ষেত্রে অপার সম্ভাবনার নুতন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে।