চাটমোহরে মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী দুই ভাইয়ের মারপিটে আহত হয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে গত ২৯ মে বিকেল ৩টার দিকে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের মহেষপুর গ্রামে। আহত যুবক হলেন ওই গ্রামের মিলন মন্ডল (২৫)। মাদক ব্যবসায়ী দুই ভাই হলেন চিহ্নিত মাদকদ্রব্য ব্যবসায়ী রনজু সরকারের ছেলে বাপ্পী সরকার (২৫) ও রাব্বী সরকার (২৩)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পালিয়ে গেছে দুই ভাই।
এলাকাবাসী জানান,মাদক ব্যবসার কারণে ঈশ্বরদীর বাসিন্দা রনজু সরকার ও তার পরিবারকে এলাকাবাসী বিতারিত করেন। এরপর চাটমোহর উপজেলার মহেষপুর গ্রামে তারা এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখান থেকেই ইয়াবা,ফেন্সিডিলসহ নানা রকম মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে পরিবারটি। প্রায় ৪ মাস আগে পুলিশের হাতে মাদকসহ আটক হয়ে রনজু সরকার বর্তমানে জেলহাজতে রয়েছে। পিতার নির্দেশে দুই ভাই জমজমাটভাবে মাদক ব্যবসা শুরু করে। শুক্রবার দুই ভাইয়ের মাদক ব্যবসার প্রতিবাদ করায় বাপ্পী ও রাব্বী প্রকাশ্যে মিলন মন্ডলকে তাড়া করে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। মিলন মন্ডলের স্ত্রী এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। তাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে দুই ভাই মিলন মন্ডলকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
চাটমোহর থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন জানান,খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।