করোনায় ক্ষতিগ্রস্ত দেশের নিম্ন আয়ের মানুষ যেমন রিক্সা-ভ্যান চালক,মোটর শ্রমিক নির্মাণ শ্রমিক,কৃষি শ্রমিক,দোকান কর্মচারী,পোল্ট্রি খামার শ্রমিকসহ বিভিন্ন পেশার ৫০ লাখ পরিবার এককালীন ২ হাজার ৫শ’ টাকা করে পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এ কর্মসূচীর উদ্বোধন করেন।
পাবনার চাটমোহর উপজেলায় এ কার্যক্রমের আওতায় সুবিধাভোগী পরিবারের সংখ্যা ৮ হাজার ৬২৫টি। প্রধানমন্ত্রীর এই কর্মসূচীতে সুবিধাভোগীর তালিকা প্রনয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর নগদ উপহারের তালিকায় ব্যাপক অনিয়ম করা হয়েছে। স্বজনপ্রীতির পাশাপাশি তালিকা করার কথা বলে জনপ্রতিনিধিরা উৎকোচ গ্রহণ করেছেন। স্বচ্ছল ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা ছাড়াও তালিকায় এক নাম আর অন্যের মোবাইল ফোন নম্বর ব্যবহার করা হয়েছে।
উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মোতাহার হোসেন সুবিধাভোগীদের নামের তালিকা করার জন্য প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেছেন মর্মে অভিযোগ। এ ব্যাপারে ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী খলিলুর রহমান এ অভিযোগের তদন্ত করেছেন।
অপরদিকে চাটমোহর পৌরসভায় অনিয়ম ও স্বজনপ্রীতির ঘটনা চোখে পড়ার মতো। প্রায় প্রতিটি ওয়ার্ডেই স্বজনপ্রীতির অভিযোগ। কাউন্সিলরা নিজের নামের পাশাপাশি তাদের স্ত্রী,ভাই,আত্মীয়-স্বজন ও ধনাঢ্য-স্বচ্ছল ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করেছেন। প্রকৃত দরিদ্র,হতদরিদ্র,শ্রমিক শ্রেণী রয়েছেন এই তালিকার বাইরে। পৌরসভার এক কাউন্সিলরসহ অনেকেরই স্বজনদের নাম তালিকায় রয়েছে। ২ নং ওয়ার্ডের কাউন্সিলর অনিয়ম ও স্বজনপ্রীতি করেছেন অনেকটা প্রকাশ্যেই। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অনিয়মের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিআইকে নির্দেশ দেন। বৃহস্পতিবার (২৮ মে) পৌরসভার ৭নং ওয়ার্ডে তদন্ত কার্য পরিচালনা করেন পিআইও। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে অনিয়ম প্রকাশ্যেই করা হয়েছে। অথচ এ ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি এখনও।
চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বললেন,আমরা তালিকা করিনি। জাতীয় পরিচয়পত্র জমা দেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই তালিকা চূড়ান্ত করেছেন। তবে কাউন্সিলরা কোন অনিয়ম করলে,তা দুঃখজনক।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান,মেয়র,চেয়রম্যান,কাউন্সিলর ও মেম্বাররাই এই তালিকা করেছেন। কোন অনিয়ম হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।