নওগাঁর সাপাহারে ৪কেজি শুকনো গাঁজা সহ নারী-পুরুষ দু’জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর-দিঘীর হাট সড়কের ফজলুর মোড় নামক স্থান থেকে গাঁজা সহ তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই দিন ওই রাস্তার ওই মোড় এলাকায় এক অভিযান পরিচালনা করে। এ সময় চলন্ত একটি ভ্যানগাড়ী আটকিয়ে তাদের সাথে থাকা ব্যাগপত্র তল্লাসী করে গাঁজা সহ তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়। আটক গাঁজা ব্যাবসায়ীরা হলেন নওগাঁ জেলা সদরের কুজাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী সামিয়া আক্তার (১৯) ও মহাদেবপুর উপজেলার খাজুর দক্ষিনপাড়া গ্রামের আবুল মন্ডলের ছেলে আলাউদ্দীন (৪৫)। তারা উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে পাচার হয়ে আসা গাঁজাগুলি দেশর অভ্যন্তরে নিয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তারা দীর্ঘ দিন ধরে গাঁজা সহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত বলেও জানা গেছে। এ বিষয়ে সাপাহার থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে এবং আটককৃতদের নওগাঁ কোর্টে চালান করা হয়েছে বলে কর্মকর্তা ইনচার্জ ওসি আবদুল হাই জানিয়েছেন।