নীলফামারীর ডোমার উপজেলায় কাভার্ডভ্যান ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লৎফর রহমান (৬৫) নামের মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার আমবাড়ি-চিলাহাটি সড়কে কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে চিলাহাটি গামী ওষুধ সরবরাহকারী একটি কাভার্ডভ্যান ও বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত লুৎফর রহমান ভোগডাবুড়ি ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার আফিজ উদ্দিনের ছেলে। এ সময় একই এলাকার মটরসাইকেলের চালক বরকত আলীকে আহতাবস্থায় এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।
এলাকাবাসি ঘাতক কাভার্ডভ্যানটিসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয়।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।