বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা গেছে। এখনো তার পরিবারের কোন সন্ধান পাওয়া যায়নি। মৃতদেহটি বর্তমানে হাসপাতালের মর্গ হাউজে রয়েছে।
মৃতদেহ টির কোন সন্ধান পেলে পরিবারের লোকজনকে অতিসত্তর হাসপাতালে যোগাযোগের অনুরোধ করা হল।
ঝিনাইদহ সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, মৃত ব্যক্তিটি প্রায় ৩ মাস যাবৎ জেলা শহরের নতুন হাটখোলা এলাকায় বিভিন্ন দোকানের সামনে রাত্রি যাপন করতো এবং কামলার কাজ করে বেড়াতো। গেল এক মাস সে স্থানীয়দের সহযোগীতায় রোজা রেখেছে। তার সাথে একটি মানি ব্যাগ, ৭০০ টাকা, নতুন লুঙ্গি ও পাঞ্জাবী পাওয়া গেছে। এর বেশী কোন তথ্য পাওয়া যায়নি।