অতীতের সকল প্রাকৃতিক দুর্যোগকে হার মানিয়ে উপকূলবাসীকে সর্বহারা করে দিয়েছে আম্ফান। গত ২০ মে দিবাগত রাতে দক্ষিণ উপকূলজুড়ে আঘাত হানে আম্ফান। এর প্রভাবে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ভাসিয়ে দেয় খুলনার কয়রা উপজেলার ৪টি ইউনিয়ন। উপজেলার উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী, কয়রা সদর ও মহারাজপুর ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। লন্ডভন্ড হয়েছে জনপদ। বিধস্থ হয়েছে ৪০ হাজারের বেশি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্থ হয়েছে হাজার হাজার গাছপালা, গবাদী পশু। জোয়ারের পানিতে ভেসে গেছে কোটি কোটি টাকার মৎস্য সম্পদ। বর্তমানে এসব এলাকায় খাবার পানির তিব্র সংকটে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখনও পানি বন্দি হয়ে আছে প্রায় লক্ষাধিক লোক।
এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে,কপোতাক্ষ, শাকবাড়িয়া নদীর ১২টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। চার দুর্গত মানুষের সংখ্যা লক্ষাধিক। রান্নার ব্যবস্থা না থাকায় অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে বহু মানুষ। সেনিটেশন ব্যাবস্থা না থাকায় যেখানে সেখানে মলমুত্র ত্যাগ, অন্যদিকে মৃত পশু, পাখি ও মিঠা পানির মরা মাছের পচা দুর্গন্ধে স্বাভাবিক জীবনযাপন দুর্বিসহ হয়ে উঠেছে।
দক্ষিন বেদকাশীর কামরুল ইসলাম, উত্তর বেদশকাশী এলাকার রেবেকা, অনিমা মন্ডল বলেন, ত্রাণ সামগ্রী বলতে যা চাহিদার তুলনায় অপ্রতুল। আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা মানুষগুলো খাবার সংকটে পড়েছে। ইতোমধ্যে তারা উঁচু রাস্তা ও ঢিবির ওপর ঝুপড়ি তুলে মানবেতর জীবনযাপন করছে। সেখানেও পানি উঠে গেছে। লোনাপানির প্রভাবে এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুধুমাত্র লবণাক্ত পানির ছোবল থেকে নিজেদের রক্ষা করতে বাঁধ বাঁধার কাজ করছে কয়রাবাসি।
কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির বলেন, ২নং কয়রা বাঁধ বাধা সম্ভব হয়েছেঅ এ ছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কয়রা সদর ইউনিয়নের হরিণখোলা, ঘাটাখালি বাঁধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হাজার হাজার মানুষ বাঁধ বাঁধার কাজে মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। লোনাপানির হাত থেকে বাঁচতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত উত্তর বেদকাশী ইউপির গাজিপাড়া, কাশিরহাটখোলা, গাববুনিয়া ও পাথরখালি ও মহারাজপুর ইউনিয়ের দশালিয়া, লোকা হামকুড়ুর গোড়া এলাকার বাসিন্দারা। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেন,কয়রা বাসিকে পানি মুক্ত করার জন্য আপ্রান চেষ্টা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে দুর্গতদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে তিনি জানান।