ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নগর চাপরাইলে কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড আবদুল আজিজ মাস্টারের ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সমাধিতে পুষ্পমাল্য, অর্পন, ১ মিনিট নিরবতা পালন, শপথ পাঠ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঝিনাইদহ জেলা সম্পাদক ও কালীগঞ্জ থানা আহ্বায়ক সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, ট্রেড ইউনিয়ন সংঘের ঝিনাইদহ জেলা সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু ও স্থানীয় জনাব আশরাফুজ্জামান প্রমুখ। নেতৃবৃন্দ প্রয়াত নেতা সংগ্রাম জীবন থেকে শিক্ষা নিয়ে তাঁর অসমাপ্ত লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারীতে এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৩ লক্ষ ৬০ হাজার ২৮৯জন আর আক্রান্ত সংখ্যা ৫৮ লক্ষ ০৮ হাজার ৬৭২ জন (সূত্র: জনস হবকিন্স ইউনিভার্সিটি)। সংক্রামিত ১৮৮ দেশের কমপক্ষে প্রায় ৩০০ কোটির মত মানুষ রয়েছেন গৃহ বন্দি। এ সংক্রমণে বিশ্বের প্রায় সব দেশে জনসমাগম নিষিদ্ধ, বিমান চলাচল বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি, নাগরিকদের ঘরে আবদ্ধ রাখাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। যে কোন দেশে সংক্রমণ বৃদ্ধি পেয়ে পুনরায় কমতে থাকছে তারাই কেবল পরিকল্পিতভাবে বিভিন্ন কার্যক্রম পুনরায় চালু করার প্রক্রিয়ায় রয়েছে। বাংলাদেশেও সরকারী তথ্যমতে কোভিড-১৯-এর সংক্রমণে এ পর্যন্ত ৫৫৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪০,৩২১ জন (সূত্র: আইইডিসিআর) যা বিশেষজ্ঞদের পূর্বানুমানের প্রতিফলন।