আজও শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছে। করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব রক্ষা ও সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলায় বাধ্য করতে কঠোর অবস্থানে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ।
আজ পৃথক দুইটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাস্হ্যবিধি প্রতিপালন না করা ও সামাজিক দুরত্ব বজায় না রাখায় ১৫ মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম এবং শ্রীমঙ্গলের সহকারী কমিশনার ( ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।