দিনাজপুরের পার্বতীপুর থেকে অপহৃত হওয়ার ৬দিন পর এক স্কুল ছাত্রীকে নীলফামারী থেকে উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার দুপুরে তাকে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে পার্বতীপুর রাজাবাসর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান বলেন, গত ২৩ মে সন্ধ্যে ৭টার দিকে ভিকটিম বাড়ী থেকে প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বের হলে সে অপহৃত হয়। এঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে গত ২৩ মে প্রধান অভিযুক্ত দিপু চন্দ্র রায় (১৯)সহ ৭জন কে আসামী করে পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরন মামলা দায়ের করেন।
পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, গত ২৮ মে রাত ৩টার দিকে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রামের প্রধান অভিযুক্তের আত্মীয়ের বাড়ী থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণে জড়িত দিপু চন্দ্র রায় কে গ্রেফতার করা হয়।