রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেছেন, বাংলাদেশ বৈচিত্রপূর্ণ সংস্কৃতিতে সমৃদ্ধ। এ দেশে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি অসংখ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। সরকার আদিবাসীসহ সব সম্প্রদায়ের নিজস্ব আচার অনুষ্ঠান, সংস্কৃতি ও তাদের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর ৩২ নং ওয়ার্ডের ধর্মদাস কুঠিপাড়া আদিবাসী প্রাক-প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর সদর উপজেলা পরিষদ আয়োজিত আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া-সাংস্কৃতিক সামগ্রী, বাই সাইকেল ও উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডিসি আরও বলেন, সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলে, নিজে সফল হতে চাইলে ও পরিবারকে কিছু দিতে চাইলে লেখাপড়া করতে হবে। কারণ লেখাপড়ার বিকল্প নেই।
রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমির সভাপতিত্বে নারী উন্নয়ন কর্মী মঞ্জুশ্রী সাহা, ধর্মদাস কুঠিপাড়া আদিবাসী প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপেন্দ নাথ পাহান, উপজেলা আদিবাসী প্রতিনিধি বিমল খালকো প্রমুখ। এসময় বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় আদিবাসীরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানে ১০০জন শিক্ষার্থীকে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, ৫৪ শিক্ষার্থীকে উপবৃত্তি এবং ৩০জন ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।