গাজীপুরের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরোও ২ জন। গতকাল করোনা সন্দেহে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার (২৮ মে) সকালে ২ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন। এদের মধ্যে আজ পর্যন্ত সর্বমোট ৯১ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, করোনা সন্দেহে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানোর পর বৃহস্পতিবার (২৮ মে) সকালে ২ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত ব্যক্তিদ্বয় কালীগঞ্জ পৌর এলাকার স্থায়ী বাসিন্ধা। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন। এদের মধ্যে আজ পর্যন্ত সর্বমোট ৯১ জন হোম আইসোলেশন ও কোয়ারেন্টাইনে থেকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে করোনাকে পরাজিত করে সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হয়েছে। অন্যদিকে বুধবার রাতে কালীগঞ্জ পৌরসভার বড়নগর গ্রামে (৭০) বয়সী এক মহিলা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তার নমূনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, উপজেলায় গত ২৪ ঘন্টায় পৌর এলাকায় করোনায় নতুন করে আরোও ২ জন আক্রান্ত হয়েছে। এদের যোগ করে উপজেলায় সর্বমোট ১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বমোট ৯১ জন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে করোনাকে পরাজিত করে সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন। সুস্থ্যদের বাড়ীর লগডাউন খুলে দেওয়া হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিদ্বয়কে হোম আইসোলেশন ও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।