সুন্দরবনের কোবাদক স্টেশনের অধিনস্থ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগের কোবাদক স্টেশন। জানা গেছে বুধবার সকাল ৯ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা বেলাল হোসেনের নেতৃত্বে আড়পাঙ্গাশিয়া নদী থেকে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জাল নৌকা সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার গোবরা গ্রামের আঃ রাজ্জাক সরদার (৩৮) তরিকুল সরদার (২৮) ও মাকসুদুল ইসলাম (২২)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। তবে আটককৃত জেলেরা জানায় তারা দির্ঘদিন লুকিয়ে সুন্দরবনের অভ্যয়ারন্যে এলাকায় মাছ ধরে পশুর নদী দিয়ে খুলনায় বিক্রি করতো।