করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব রক্ষা ও সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলায় বাধ্য করতে কঠোর অবস্থান নিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ।
এজন্য আজ (২৭ মে) দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একযোগে ৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক ৬৭ টি মামলায় মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনটি আলাদা মোবাইল কোর্টে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন এবং মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ৩৪ মামলায় ৬০ হাজার ৭০০ টাকা, মাহমুদুর রহমান মামুন ২৮ মামলায় ৯ হাজার ৩০০ টাকা ও সুমন চন্দ্র দাস ৫ মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডবিধি, ভোক্তা অধিকার আইন ও সংক্রামক রোগ প্রতিরোধ আইনে এসব দণ্ড প্রদান করা হয়। এসময় শ্রীমঙ্গল উপজেলার ইউএইচএফপিও ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) নয়ন কারকুন এবং শ্রীমঙ্গল থানা পুলিশের তিনটি পৃথক দল উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম জানান, করোনার হাত থেকে বাঁচতে সামাজিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। কিন্তু অনেক ক্ষেত্রেই সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে এ ব্যাপারে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এভাবে চলতে দেয়া যায় না। সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব রক্ষা করে নিজ নিজ কার্যক্রম পরিচালনা করেন এজন্য আমরা কঠোর অবস্থানে আছি।