ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর নাম স্থানে ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাশার মিরণ ( ৫০ ) নামে একজন নিহত হয়েছেন ।
সাবদারপুর সড়কের গোবিন্দপুর নামক স্থানে মঙ্গলবার দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার মিরণের বাড়ি যশোরে।
কোটচাঁদপুর থানার ওসি মাহবুব আলম জানান, আবুল বাশার মিরণ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে কোটচাঁদপুর উপজেলার সোয়াদি গ্রামে শশুর বাড়ি যাচ্ছিলেন। গোবিন্দপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক আবুল বাশার মিরণ ঘটনাস্থলেই মারা যান।