রাত পোহালেই ঈদ। কিন্তুু ঘরে খাবার নেই। এমন সংবাদ পেয়ে রাতের আঁধারে শতাধিক দু:স্ত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রাতভর খাদ্য বিতরন করলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী।
চাঁদরাতে যখন তিনি খবর পান যে, ভুনবীর ইউনিয়ের কিছু মানুষের ঘরে খাবার নেই তখন তিনি দ্রুত বাজার থেকে খাবার কিনে প্যাকেট করে ছুটে যান ওই গ্রামে। প্রায় ১২০ পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে ব্যক্তিগত অর্থায়নে এসব খাদ্য বিতরন করেন তিনি।
এর আগেও তিনি লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া ও দু:স্ত মানুষের মাঝে ৯৮০ প্যাকেট খাদ্য বিতরন করেন।
এম ইদ্রিস আলী জানান, করোনার কারনে কর্মহীন অনেক মানুষ কস্টে জীবন যাপন করছেন। ঈদুল ফিতরকে ঘিরে তাই নিজ উদ্যোগে আমি অসহায় দুঃস্থ মানুষের পাশে কিছুটা হলেও দাড়াঁনোর চেস্টা করেছি।
তিনি বলেন, আমি অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে প্রকৃত অসহায় পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দিয়েছি। যাতে প্রকৃত দু:স্ত মানুষগুলোর কস্ট কিছুটা হলেও লাঘব হয়।
তবে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সাংবাদিক ও শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্পাদক এম ইদ্রিস আলী।